বাঁশখালীতে ঋষিকুম্ভমেলা শুরু হচ্ছে কাল

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

বাঁশখালীর ঋষিধামে ঋষিকুম্ভমেলা আগামীকাল শুক্রবার থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ দিনব্যাপী ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে শুরু হবে। ঋষিকুম্ভ মেলার আয়োজনকে ঘিরে ইতিমধ্যে উপজেলা ও থানা প্রশাসন এবং জনপ্রতিনিধিসহ পূণ্যার্থীদের নিয়ে মতবিনিময় এবং পৃথক পৃথক কমিটি গঠন করা হয়েছে। প্রতি ৩ বছর পর পর এই মেলা অনুষ্ঠিত হয়। ১১ দিন ব্যাপী মেলা কর্মসূচি অবহিত করেন ঋষিকুম্ভ মেলার প্রস্তুতি কমিটির সদস্যদেরা। অপরদিকে ২২তম ঋষিকুম্ভ মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের জন্য সভা অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধচাকসুর দায়িত্ব গ্রহণের ৯০ দিন
পরবর্তী নিবন্ধস্টেশন রোড থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার