বাঁশখালীতে উপজেলা যুবদলের মতবিনিময়

| শনিবার , ২৬ আগস্ট, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা যুবদলের মতবিনিময় সভা গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শিলকূপ টাইম বাজার একটি কমিউনিটি সেন্টারের বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবু আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সদস্য সচিব শাহাদাত হোসেন আজগর, বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আলিম, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর সিকদার, যুবদল নেতা হোসাইন সিদ্দিকী, রশিদ আল মামুন প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামীতে বাঁশখালী উপজেলা যুবদলের নেতৃবৃন্দ দলের সকল কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদক প্রতিরোধে কারিতাসের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধদি চিটাগং ট্রাস্টের সভা