বাঁশখালীতে উচ্ছেদ অভিযান শুরু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৩০ জানুয়ারি, ২০২১ at ৭:২৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে উচ্ছেদ অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকালে শুরু হওয়া অভিযানে উপজেলা ও পৌরসভার মিয়ার বাজার থেকে বৈলছড়ির চেঁচুরিয়া পর্যন্ত অবৈধ স্থাপনা ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। ইউএনও মোমেনা আক্তার ও এসিল্যান্ড মো. আতিকুর রহমান এ অভিযানের নেতৃত্ব দেন।
সংশ্লিষ্টরা জানান, উপজেলার চট্টগ্রাম-বাঁশখালী ও পেকুয়া-কক্সবাজার সড়কে প্রতিনিয়ত বাড়ছে গাড়ির চাপ। ফলে বাঁশখালীর একমাত্র প্রধান সড়কে বাড়ছে দুর্ঘটনা। সড়কে ৮/১০টি বাজার ও ভাসমান দোকানপাঠ রয়েছে। এছাড়া মালামাল রাখাসহ অবৈধ দখলের কারণে সড়কটি সরু হয়ে আসছে দিন দিন। এসিল্যান্ড মো. আতিকুর রহমান বলেন, প্রথমদিনে অর্ধ শতাধিক ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। শান্তিপূর্ণভাবে উচ্ছেদ অভিযানের কাজ চলছে। অভিযানে বাঁশখালী থানা পুলিশের টিম, ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও চৌকিদার উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচিঠিতে বিষাক্ত পাউডার দিয়ে প্রেসিডেন্টকে হত্যা চেষ্টা
পরবর্তী নিবন্ধ৬ মাসে বৈদেশিক সহায়তার অর্থ ছাড়ে রেকর্ড