বাঁশখালীতে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৪

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১৫ জুলাই, ২০২৩ at ৮:৪৮ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা, ৫০০ লিটার মদ ও মদ বিক্রির ১ লক্ষ ৩২ হাজার ৩৬০ টাকাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। বাঁশখালী থানা পুলিশ গতকাল শুক্রবার এসআই মো. রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পুঁইছড়ি ইউনিয়নের পশ্চিমে মখছুদা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার পাশ থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার পশ্চিম মরিচ্যা পালং এলাকার সতীন্দ্র লাল বড়ুয়ার ছেলে সোনাধন বড়ুয়া (৪৭), টেকনাফের হোয়াইক্যং ইউপির পশ্চিম সাতঘড়িয়া পাড়া এলাকার মৃত হোসেন আলী ও ফিরোজা বেগমের পুত্র কবির আহমদ (৪০) কে গ্রেপ্তার করা হয়। বাঁশখালীর রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অপর অভিযানে কালীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পালেগ্রাম এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা, ৫০০ লিটার দেশীয় তৈরি মদ, মদ বিক্রির ১ লক্ষ ৩২ হাজার ৩৬০ টাকাসহ কালীপুর ইউনিয়নের পুর্ব কোকদন্ডী এলাকার মৃত আহমদ মিয়ার পুত্র মো. নেজাম উদ্দিন প্র: ভেট্টা(৩৪), চকরিয়ার ১৬ নং ডুলাহাজারা ইউনিয়নের সরিষাঘাটা এলাকার আকতার হোসেনের পুত্র জাহাঙ্গীর আলম (২১) কে গ্রেপ্তার করা হয়। পুলিশের অভিযানের ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন বলেন, এলাকার আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ নিরলসভাবে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধগড়তে চাঁদের পথে ভারতের চন্দ্রযান-৩
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে রোড টু পাবলিক ইউনিভার্সিটি বিষয়ক সেমিনার