চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাঁশখালী উপজেলার ১১নং পুঁইছড়ি ইউনিয়নের ফুটখালী ব্রিজ সংলগ্ন জান্নাত এগ্রো ফার্মের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে ২০১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলসহ দুই আরোহীকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ আরাফাত (২১), পিতা মৃত নুরুল হাকিম, বাড়ি কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া, রামু, কক্সবাজার এবং মোঃ এরফান (২৬), পিতা মৃত কবির আহমদ, বাড়ি তিতা মাঝির পাড়া, মাতারবাড়ী ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।পুলিশের এমন সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।












