বাঁশখালীতে ইপসা’র আগাম সতর্কবার্তা বিষয়ে কর্মশালা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৪ অক্টোবর, ২০২৫ at ৬:২৩ পূর্বাহ্ণ

বাঁশখালীতে ইপসার উদ্যোগে ‘ভূমিধসের জন্য সেক্টরনির্দিষ্ট পূর্ব সতর্কীকরণ বার্তা উন্নয়ন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

সেভ দ্য চিলড্রেনের সার্বিক সহযোগিতায় রাইমসের কারিগরি সহায়তায় জিএফএফওর আর্থিক সহায়তায় ‘এ্যান্টিসিপেটরি এ্যাকশন’ প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিষদ হল রুমে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম। অতিথি ছিলেন উপজেলা

সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন কুমার নন্দী, সিনিয়র উপ জেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন।

Early Warnings and Advisory Message বিষয়ক সেশন পরিচালনা করেন আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো.আব্দুর রহমান খান। স্বাগত বক্তব্য রাখেন ইপসার প্রকল্প ব্যবস্থাপক সানজিদা আক্তার।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনে র সিনিয়র অফিসার আখতারুজ্জামান রুবেল। গ্রুপ ওয়ার্ক পরিচালনা করেন রাইমসের মো. আশিকুজ্জামান। উন্নয়নকর্মী কল্যাণ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাধ্যমিক উপজেলা

একাডেমিক সুপারভাইজার এয়ার মোহাম্মদ, সহকারি কৃষি সমপ্রারণ কর্মকর্তা সানাউল হক, মুক্তিযোদ্ধা সরওয়ার হোছাইন চৌধুরী,বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম মঈন উদ্দিন, বৈলছড়ি নজুমুন্নেচ্ছা উচ্চ

বিদ্যালয়ে প্রধান শিক্ষক সনজিত কুমার বড়ুয়া,জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ,

প্রকৌশলী লিপটন ওম, মো. মিজানুর রহমান, মো. আবুল কালাম, করুনাময় ভট্টচার্য, মো. আমজাদ হোসেন, মিঠু কুমার দাশ, শিব্বির আহমদ রানা, মাহিনুর আক্তার, এস .এম শাহরিয়ার আলম, মুহাম্মদ এনামুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে গাউসুল আজম হযরত আবদুল কাদের জিলানী (রা.) মাহফিল