বাঁশখালীতে ইটভাটাকে ২লক্ষ টাকা জরিমানা

পাহাড়ি গাছ ও জমির মাটি ব্যবহার

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:১১ পূর্বাহ্ণ

বাঁশখালীর সাধনপুরের লটমনিতে অবস্থিত ওয়ান স্টার ব্রিকস ইটভাটাকে পাহাড়ি গাছ ও জমির মাটি ব্যবহার করায় ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকালে বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্ব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, সকল অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সব সময় তৎপর। তারই ধারাবাহিকতায় সাধনপুরের লটমনিতে অবস্থিত ওয়ান স্টার ব্রিকস ইটভাটাকে পাহাড়ি গাছ ও জমির মাটি ব্যবহার করায় ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী ও চন্দনাইশ আগুনে ৬ ঘর ও দুই ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
পরবর্তী নিবন্ধকাদায় একাকার, দুর্ভোগ