বাঁশখালীতে ইউক্যালিপটাস (ম্যালেরিয়া) ও আকাশমনি গাছের চারা ধ্বংস ও ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের মাঠে বিপুল সংখ্যক ইউক্যালিপটাস (ম্যালেরিয়া) ও আকাশমনি গাছের চারা ধ্বংস করা হয়।
একই সাথে নার্সারী মালিককে সরকারীভাবে ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। বাঁশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো: জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, নির্বাচন কর্মকর্তা হারুন মোল্লা, উপ সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মুহসিন আলী, সুরন্জিত রুদ্র প্রমুখ।
ইউক্যালিপটাস ও আকাশমনি চারা ধ্বংস করার সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম নিষিদ্ধ ইউক্যালিপটাস ও আকাশমনি চারা উৎপাদন, রোপন ও বিক্রি থেকে বিরত থাকতে নার্সারী মালিকসহ সকলের প্রতি আহবান জানান।