বাঁশখালীর বিভিন্ন পূজামন্ডপে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সম্প্রীতি সমাবেশ করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্দেশে সমাবেশ পালন করা হয়। গতকাল উপজেলা সদর থেকে শান্তি র্যালি শুরু হয়ে নাপোড়ায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপে সমাবেশের মধ্যদিয়ে কর্মসূচি পালিত হয়। একইসাথে যেসব পূজামণ্ডপে হামলা চালানো হয়েছে সেখানে আর্থিক সহায়তা দিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন মোছলেহ উদ্দিন, অ্যাড. মুজিবুল হক, মুজিবুর রহমান সিআইপি, অধ্যাপক আব্দুল গফুর, শ্যামল কান্তি দাশ, মৌলভী নুর হোসেন, আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ইলিয়াছ, মোজাম্মেল হক সিকদার, আহছান উল্লাহ চৌধুরী, আকবর হোসেন, আবুল হোসেন ভুট্টু, আমান উল্লাহ চৌধুরী, ভূপাল বড়ুয়া, নুর হোসেন, মাস্টার প্রকাশ কান্তি দাশ, নুরুল আকতার তালুকদার, মুজিবুর রহমান তালুকদার, জামাল উদ্দিন, শাহদাৎ ফারুক, শাহদাৎ হোসেন চৌধুরী তানজু, এমরানুল হক ইমরান, ফজল কাদের, শিব শংকর দাশ শানু, আলী আকবার তালুকদার রাফসান, মুহাম্মদ সাইফুল, মোহাম্মদ রাশেদ, মঈনুুদ্দিন মামুন, সঞ্জয় দাশ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাইকে সজাগ থেকে এই সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রতিহত করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।