বাঁশখালী ক্রিকেট একাডেমি আয়োজিত মরহুম আহমদ মিয়া চৌধুরী মেমোরিয়াল টি–২০ ক্রিকেট টুর্নামেন্ট গত সোমবার বাঁশখালী ডিগ্রী কলেজ মাঠে শুরু হয়। উদ্বোধনী খেলায় বাঁশখালী ক্রিকেট একাডেমি লিজেন্ড ৭ উইকেটে পাঁচলাইশ নিউ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে।
বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান শহিদুল মোস্তফা চৌধুরী মিজানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন, বাঁশখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুখ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সমাজসেবক আনোয়ার মোস্তফা চৌধুরী। বাঁশখালী ক্রিকেট একাডেমির পরিচালক ও কোচ মোহাম্মদ এরশাদের সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আলিমুল মোস্তফা চৌধুরী মিনহাজ, আসিফুল মোস্তফা চৌধুরী আসিফ, আশরাফুল মোস্তফা চৌধুরী, মোস্তাবী মোস্তফা চৌধুরী, জুবায়েদ মোস্তফা চৌধুরী, রফিকুল মোস্তফা চৌধুরী এবং ইবনুল মোস্তফা চৌধুরী।