বাঁশখালী উপজেলার পৌরসদরস্থ উত্তর জলদী ৪নং ওয়ার্ডের ছুম্মার পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আহত রেজাউল করিম তালুকদার (৬০) অবশেষে ১৪দিন পর হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে। গতকাল শুক্রবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত চমেকে হাসপাতালে তার লাশের ময়না তদন্তের প্রক্রিয়া চলছে বলে ছেলে মিজানুল করিম তালুকদার জানান। জানা যায়, গত ১ জানুয়ারি সকালে স্থানীয় বেলাল গংদের সাথে জায়গার বিরোধ নিয়ে উভয পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রেজাউল করিম তালুকদারসহ বেশ কয়েকজন আহত হয়।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর বলেন, আহত রেজাউল করিম তালুকদার প্রায় এক সপ্তাহ বাঁশখালী হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সামান্য সুস্থ বোধ করলে বাড়ি নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার সকালে আবারো মাথায় ব্যথা অনুভব করলে হাসপাতালে নিয়ে আসা হলে গভীর রাতে মৃত্যুবরণ করেন। গতকাল শুক্রবার সকালে তার লাশ ময়না তদন্তের জন্য চমেকে প্রেরণ করা হয়।