বাঁশখালীতে আলোকিত চাঁপাছড়ির (দিবারাত্রি) মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। ফাইনাল খেলায় এম.এ.সি ফুটবল দল ২–০ গোলে রত্নপুর শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গত রোববার রাত ৮টায় পশ্চিম বাঁশখালী স্কুল এন্ড কলেজ মাঠে আলোকিত চাঁপাছড়ির প্রধান উপদেষ্টা হামিদ বাহার চৌধুরীর তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঁশখালী পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, এডভোকেট শওকত ওসমান, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন চৌধুরী, হামিদ বাহার চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নেজাম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক,বাহারচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মজনু মিয়া, মৌঃ জালাল উদ্দীন চৌধুরী,চট্টগ্রাম দক্ষিণ যুবদলের প্রচার সম্পাদক নুরুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস ছবুর, ফরহাদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন,আবু তাহের, ইঞ্জিনিয়ার মুহাম্মদ শাহেদ বাহার চৌধুরী প্রমুখ।