বাঁশখালীতে আমির হামজা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৫:৩০ পূর্বাহ্ণ

বাঁশখালী সরল বি. এস. স্পোর্টিং ক্লাব আয়োজিত আমির হামজা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খেলা গতকাল শনিবার সরলের ঐতিহ্যবাহী মলকা বানু মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় থ্রি স্টার ফুটবল একাডেমিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাঁশখালী ফুটবল একাডেমি। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. হাবিবুর কবির চৌধুরী। অতিথি ছিলেন সরল ইউনিয়নের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বাঁশখালী থানার পুলিশ উপ- পরিদর্শক মো. আকতার, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাফর ইকবাল, ক্রীড়া সংগঠক প্রকাশ বড়ুয়া,সিরাজুল ইসলাম চৌধুরী, ফারুক চৌধুরী প্রমুখ।
খেলায় বাঁশখালী ফুটবল একাডেমির ডিফেন্ডার টিংকু শীল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, ইকবাল সর্বোচ্চ গোলদাতা এবং মিনহাজ সেরা গোলরক্ষক ও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দলের ম্যানেজার মনজুর ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বীর মুক্তিযোদ্ধা হাসান খোন্দকার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধভেটারেন ফুটবলে চ্যাম্পিয়ন চট্টগ্রাম মাস্টার্স ক্লাব