বাঁশখালীতে সাধনপুর শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে বাঁশখালী উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম আব্দুল কাদের চৌধুরীর ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় উপজেলার পশ্চিম সাধনপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুহাম্মদ জসীম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দীন।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লেয়াকত আলী, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও পিপি এডভোকেট মোঃ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও এপিপি এডভোকেট মো. ইফতেখার হোসেন চৌধুরী মহসিন, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র মো. কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম চৌধুরীসহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদল এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।