বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ৯ ডিসেম্বর, ২০২৪ at ৪:৪০ অপরাহ্ণ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশ কর্তৃক সার্বিক সহযোগীতায় ও উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আসিফুল হক চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামশেদুল আলম।

প্রধান আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক ইমরান খান অপু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসিম উদ্দিন ও বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।

বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাহাব উদ্দীন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সব্যসাচী নাথ, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আবু বকর ছিদ্দিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হারুন মোল্লা, প্রাণী সম্পদ কর্মকর্তা সুখন নন্দী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকতুজ্জামান, উপজেলা সমবায় কর্মকর্তা গাজী আল ফারুক চৌধুরী, উপজেলা সহকারী প্রকৌশলী মাহবুবুল আলম, আলহাজ্ব মোরশেদ আহমদ, মোঃ রিয়াজুল করিম, মঞ্জু ভট্টচার্য্য, লায়ন নাছিমুল আহসান চৌধুরী জুয়েল, মাহমুদুল ইসলাম, সুপর্ণা সরমিলা জান্নাত ও দেবী রুদ্র, বাঁশখালী প্রেসক্লাব সভাপতি শফকত হোসাইন চাটগামী, সাংবাদিক আবদুল মতলব কালু, সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে বাঁশখালী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সততা সঙ্গে ছাত্র-ছাত্রী, স্কাউট ও বিএনসিসির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বীর শহীদদের প্রতি এবং জুলাই-আগস্টের শহীদ ছাত্র জনতার প্রতি সম্মান রেখে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে কাটা হলো অর্ধশতাধিক গাছ
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ইয়াবা নিয়ে স্ত্রী আটক, স্বামী পলাতক