বাঁশখালীতে আন্তর্জাতিক কুম্ভমেলায় সাধু সম্মেলন অনুষ্ঠিত

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ৮:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে আন্তর্জাতিক ঋষিধামে ১১ দিনব্যাপী ২২তম আন্তর্জাতিক কুম্ভ ও কুম্ভমেলায় সাধু সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেলার ৪র্থ দিনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সাধু সন্মেলনে পৌরোহিত্য করেন ঋষিধাম ও তুলসীধাম মোহন্ত শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পূরী মহারাজ, আলোচনা করেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তপনানন্দ গিরি, স্বামী নিরঞ্জনান্দপূরী মহারাজ, স্বামী রামানন্দপূরী মহারাজ, স্বামী অক্ষরানন্দপূরী মহারাজসহ দেশ বিদেশ থেকে আগত সাধুসন্ন্যাসীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন শ্রী গুরু সংঘের সহ-সভাপতি রাজীব সিংহ, অর্থ সচিব তড়িৎ কান্তি গুহ, ভূপাল কান্তি গুহ, দীপক দত্ত, এড. শ্রী কাঞ্চন বিশ্বাস, প্রদীপগুহ, দোলন দাশ, মহাশোভাযাত্রা উপকমিটির আহবায়ক রাজীব গুহ, সদস্য সচিব সুমন দেব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে গ্যাসের চুলার লাইন মেরামত করতে গিয়ে ৩ জন দগ্ধ
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে সর্ব প্রথম এই এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ নিরসন করবো