বাঁশখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বৃক্ষরোপণ কার্যক্রম গতকাল মঙ্গলবার গুনাগরী আনসার ও ভিডিপি ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলার সকল ভাতাভুক্ত সদস্যদের চারা বিতরণ করা হয়।এসময় প্রতিটি ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, উপজেলা কোম্পানী কমান্ডার, আনসার প্লাটুন কমান্ডার, সহকমান্ডার ও ইউনিয়ন দলনেতারা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেককে বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার আহবান জানান।