বাঁশখালীতে আত্মসমর্পণ করা জলদস্যুরা পেল ঈদ উপহার

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বাঁশখালী, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া উপকূলীয় এলাকা হতে ২০১৮, ২০ ও ২৪ সালে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রী (জলদস্যু) দের মাঝে র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমানের পক্ষ থেকে পবিত্র ঈদউল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়। গতকাল রোববার উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত উপহার সামগ্রী বিতরণ ও তাদের বর্তমান জীবন যাপনের উপর একটি বিশেষ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন র‌্যাব৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান। র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফফর হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মোস্তাক আহমদের দোয়া মুনাজাত পরিচালনা করেন। বক্তব্য রাখেন র‌্যাব৭ উপ পরিচালক মেজর সাদমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মীর মোহাম্মদ আকরাম হোছাইন, ইউপি সদস্য আবদুল হাকিম বাইশ্যা, রহিমা খাতুন ও মহেষখালীর ইউপি সদস্য আনোয়ার মেম্বার।র‌্যাব৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, যারা আলোর পথে ফিরে এসেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হচ্ছে। তাদের মামলাগুলো প্রত্যাহারের জন্য তালিকা পাঠিয়েছি। আহ্বান জানাচ্ছি, যেন পূর্বের জীবনে ফিরে না যায়। এদিকে ঈদ শুভেচ্ছা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আলোর পথে আসা আত্মসমর্পণকারী অভিযাত্রীরা।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিতদের মাঝে স্বল্পমূল্যে ইফতার ও ঈদ সামগ্রী বিক্রয়
পরবর্তী নিবন্ধএসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ চট্টগ্রাম বিভাগের ইফতার মাহফিল