বাঁশখালীতে আচরণ বিধি ভঙ্গের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা

ইউপি নির্বাচন

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীর ১৪টি ইউনিয়নের আগামী ১৫ জুন নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গতকাল বুধবার রাত ৮টার পর মাইক নিয়ে প্রচারণা, দেয়ালে পোস্টার লাগানো, ব্যানার ও আলোকসজ্জা তোরণ নির্মাণ করায় শীলকুপ ও গন্ডামারা ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। বাঁশখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে শীলকুপ ইউনিয়নের ২ জন ইউপি সদস্য প্রার্থীকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং গন্ডামারা ইউনিয়নে ১ ইউপি সদস্য প্রার্থীকে ১০ হাজার জরিমানা করা হয়। এর আগে বাহারছড়া, কালীপুর, বৈলছড়ি, কাথরিয়া ও সরল ইউনিয়নের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার মাহমুদুল হাসান বলেন, আচরণ বিধি বহির্ভূত পোস্টার লাগানো, ব্যানার ও তোরণ অপসারণ করা হয়। সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে এ অভিযান অভ্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজারে ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুতি বিষয়ক মহড়া
পরবর্তী নিবন্ধচাক্তাই খাতুনগঞ্জে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে স্মারকলিপি