বাঁশখালীতে আগুনে পুড়েছে ৫ বসতঘর

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৭ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ৫ বসতঘর। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। গত রোববার গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরের প্রয়োজনীয় সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটির গাছের চারা বিতরণ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে টেক্সিসহ ৪ বস্তা চোলাই মদ জব্দ, চালক আটক