বাঁশখালীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ৫ বসতঘর। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন। গত রোববার গভীর রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালা এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।
জানা যায়, গভীর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ঘরের প্রয়োজনীয় সামগ্রী, আসবাবপত্র, নগদ অর্থসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।