বাঁশখালী উপজেলার উপকূলীয় সরল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গতকাল সোমবার সকালে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন মো. নুরু সফা, মোহাম্মদ বদরুজ্জামান, আহমদ ছফা ও মমতাজ উদ্দিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। আগুনে তাদের বসতঘরসহ আসবাবপত্র, নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়রা জানান, সকালে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রা ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালান।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের তৎপরতায় আশেপাশের আরও বেশ কয়েকটি ঘর রক্ষা পেয়েছে এবং প্রায় ২০ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া পরিবারগুলো বর্তমানে সরকারি ও বেসরকারি সহায়তা এবং পুনর্বাসনের জন্য জরুরি আবেদন জানিয়েছেন।










