বাঁশখালীতে আগুনে পুড়ল তিন বাড়ির মালামাল

পরিকল্পিত অগ্নিসংযোগের অভিযোগ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৬ অক্টোবর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের আশকরিয়া পাড়ায় বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মোহাম্মদ হোসাইনের তিন পুত্র কামাল মাঝি, মোহাম্মদ এরশাদ ও মোহাম্মদ সাইফুল ইসলামের তিনটি বসতঘরের মালামালসহ মোটরসাইকেল, হাঁসমুরগি ও নগদ টাকা পুড়ে যায়। তবে এ ঘটনা শত্রুতাবসত বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলামের স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, আমি দুই মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে বের হতে গেলে দেখি বাইরে থেকে দরজা লাগানো। পরে চিৎকার শুনে লোকজন এসে আমাদের উদ্ধার করে। দুইচার মিনিট দেরি হলে আমরা সবাই পুড়ে মরতাম। তার বড় ভাই মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা ঘরে আগুন দিয়ে দরজা আটকে আমার বোনসহ সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। বাঁশখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা সেখানে ছুটে গেলে রাস্তা খারাপ থাকায় ঘটনাস্থলে পৌঁছা সম্ভব হয়নি। রিকশা, ভ্যানে করেও মালামাল নিতে পারেনি ঘটনাস্থলে। স্থানীয় লোকজন আগুন নেভার খবর বললে ফিরে আসতে বাধ্য হই। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্তদের সাথে কথা হয়েছে। তারা অভিযোগ করলে তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই ট্রাক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির সভা
পরবর্তী নিবন্ধআজ চট্টলতত্ত্ববিদ আবদুল হক চৌধুরীর ৩১ তম মৃত্যুবার্ষিকী