বাঁশখালীতে আগুনে পুড়েছে বসতঘর

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ১:২৮ অপরাহ্ণ

বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম পুকুরিয়া তেচ্ছিপাড়ায় ২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

গতকাল র‌বিবার গভীর রাতে এ অগ্নিকান্ড সংঘটিত হয়।

অগ্নিকান্ডে ২টি বসতঘর সমস্ত মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়।

সংঘটিত এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পশ্চিম পুকুরিয়া ৬নং ওয়ার্ডের তেচ্ছিপাড়া মরহুম আব্দুল মতলবের বাড়ির আব্দুল মতলবের পুত্র ছালেহ আহমদ ও মৃত ছৈয়দ আহমেদর পুত্র মো. জুনায়েদের বাড়ির সমস্ত মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

পুকু‌রিয়া ইউনিয়‌নের ইউ‌পি সদস্য মো. ফরিদ আহমদ বলেন, “র‌বিবার গভীর রাতে বৈদ্যুতিক গোলযোগ (শর্টসার্কিট) থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। স্থানীয় জনসাধারণ ও আনোয়ারা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে
জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধসু চির চার বছরের জেল
পরবর্তী নিবন্ধবান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন