বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৪ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সাধনপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রাতা খোর্দ্দ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংগঠিত অগ্নিকাণ্ডে ওই ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানায় এলাকাবাসী। তবে আগুন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে নাকি চুলার আগুন থেকে সূত্রপাত হয়েছে তার সঠিক তথ্য কেউ জানতে পারেনি।
তবে আগুনের সূত্রপাত হয়ে চারটি টিনের বেড়ার ঘর মুহূর্তের মধ্যে সবকিছু পুডে যায় বলে এলাকাবাসী জানায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থল আসলে, যোগাযোগের সড়কটি ভাঙ্গা হওয়ায় ঘটনাস্থল পৌঁছানো সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যাক্তিরা হলেন-যদুনাথ দাশ, রঞ্জিত দাশ, সজল দাশ এবং লিটন দাশ।
এতে ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ২০ লক্ষাধিক টাকার মতো হবে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। এদিকে আগুন লাগার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম ও স্থানীয় চেয়ারম্যানকে এম সালাউদ্দিন কামাল ঘটনাস্থল পরিদর্শন করতে এসে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে প্রতি পরিবারকে ৩০ কেজি করে চাল প্রদানসহ উক্ত অগ্নিকাণ্ডে বাঁশখালী ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীর বই খাতা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়া বই খাতা আগামীকালের মধ্যে কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম।