বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে আগুনে ক্ষতিগ্রস্ত বীর মুক্তিযোদ্ধার বসতঘর পুনর্নির্মাণে হাত বাড়িয়েছে জেলা প্রশাসন। গত ২০ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদের বসতঘর পুড়ে যাওয়ার ঘটনাটি ঘটে। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে ইউনুচ আহমেদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৭৫ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেন।
এছাড়া জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সহযোগিতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। এছাড়া বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ বান্ডেল টিন ও নগদ ২০ হাজার টাকা এবং ২৫ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করেন।












