বাঁশখালীতে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন এডভোকেট তোফায়েল

পৌর নির্বাচন

বাঁশখালী প্রতি‌নি‌ধি | শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১১:২৬ অপরাহ্ণ

বাঁশখালী পৌরসভার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের নিজস্ব প্রেস বিজ্ঞপ্তি থেকে দলীয় মনোনয়নের এ কথা নিশ্চিত করা হয়।

আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় কার্যালয় থেকে বর্তমান দায়িত্বরত মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা আক্তার হোছাইন, বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইন, যুবলীগ নেতা এম.মনসুর আলী, বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মো. হামিদ উল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহামুদুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

পরে দলের পক্ষ থেকে বাঁশখালী পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইনের মনোনয়ন নিশ্চিত হয়।

বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর আস্থাভাজন হিসাবে পরিচিত এডভোকেট এসএম তোফায়েল বিন হোছাইনের মনোনয়ন নিশ্চিতের খবর ছড়িয়ে পড়লে শনিবার রাত সাড়ে দশটায় তার কর্মী-সমর্থকরা আনন্দ মিছিল বের করে উপজেলা সদরে।

উল্লেখ্য, উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে সদর জলদী ইউনিয়নকে ২০০২ সালের ডিসেম্বরে পৌরসভায় উন্নীত করা হয়। পরবর্তীতে ২০০৩ সালের ১৫ই জানুয়ারি প্রথম পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা কামরুল ইসলাম হোছাইনী। তারপর ২০০৪ সালের ৫ মে প্রথম নির্বাচনে প্রথম পৌর মেয়র হিসেবে নির্বাচিত হন তিনি।

২০১১ সালের ১৮ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে পৌর মেয়র নির্বাচিত হন শেখ ফখরুদ্দিন চৌধুরী।

এরপর ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী।

বাঁশখালী পৌরসভা নির্বাচনের মেয়াদ শেষ হচ্ছে ১৮ ডিসেম্বর। বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুসারে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৫ ডিসেম্বর, বাছাই ২০ ডিসেম্বর, মনোনয়ন প্রত্যাহার ২৭ ডিসেম্বর, ভোটগ্রহণ ১৬ জানুয়ারি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে হোটেল থেকে পর্যটকের মরদেহ উদ্ধার: নারী সঙ্গী আটক
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা