বাঁশখালীতে আওয়ামী নেতা মনসুর আলী গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৫ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলা সদরের মনসুর মার্কেটের মালিক ও আওয়ামী লীগ নেতা এম মনসুর আলীকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে বাঁশখালী পৌর সদরের নিজ মার্কেটের ফুলকলির দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে থানা পুলিশ সূত্রে জানা যায়। সূত্রমতে, বাঁশখালী থানা পুলিশের এসআই আকবর হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। সোনালী ব্যাংকের একটি চেক প্রতারণা মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম আওয়ামী লীগ নেতা এম মনসুর আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপরলোকে চবি সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর ড. ইন্দ্রজিৎ কুণ্ডু
পরবর্তী নিবন্ধশুদ্ধ সংস্কৃতি চর্চা সুন্দর মানুষ হওয়ার স্বপ্ন দেখায়