বাঁশখালীতে আইনশৃংখলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালীতে উপজেলা আইনশৃংখলা ও মানবপাচার প্রতিরোধ কমিটির সভা গতকাল উপজেলা অফিসার্স ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সরওয়ার হোসাইন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, সরকারি আলাওল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলেমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির আহমেদ নাহিদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ওবায়ইদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শওকতুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা কোহেলিকা সরকার, পুকুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আসহাব উদ্দিন, সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কেএম সালাহ উদ্দিন কামাল, জলদী অভয়ারণ্য রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, ফায়ার সাভিসের স্টেশন অফিসার মিজানুর রহমান, বিকাশ দত্ত, শহিদুল ইসলাম সিকদার, মোঃ আবুল কালাম, রোকসানা আক্তার, রাশেদ নুরী, মোছাম্মদ তানজীম, নুরুল আমিন ছানুবী, মোহাম্মদ আবুল কাশেম, এম হারুনুর রশিদ প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম বাঁশখালীর আইনশৃংখলা উন্নয়নে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সকলকে সহযোগিতার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক হুসনে কেরাত সম্মেলন
পরবর্তী নিবন্ধফাতেমা মুনাফ সুন্নী মাদ্রাসা পরিদর্শনে বোর্ড চেয়ারম্যান জুবায়ের রেজভী