বাঁশখালীতে অস্ত্রের মুখে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

বাঁশখালী প্র্রতিনিধি | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:১১ পূর্বাহ্ণ

বাঁশখালীতে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার অভিযোগ পাওয়া গেছে। এসময় পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে। গত বুধবার গভীর রাতে শীলকূপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়ুয়া পাড়ার টিপু বড়ুয়ার বাড়িতে এ ঘটনা ঘটে ।ক্ষতিগ্রস্ত পরিবারের সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হঠাৎ দরজা ভেঙে ৫৭ জন দুর্বৃত্ত ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ এক লাখ পাঁচ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ, একটি ক্যামেরা, একটি মোবাইল ও জরুরি কাগজপত্র লুট করে নিয়ে যায়। এসময় টিপু বড়ুয়া ব্যক্তিগত কাজে পটিয়া থাকায় বাড়িতে মহিলারা ছিল। এ ব্যাপারে বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হাওলাদার বলেন, শীলকূপে একটা চুরির ঘটনা ঘটেছে, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ এলাকার সিসি ক্যামরাগুলো তদন্ত করে দেখছে, কারা ঘটনার সাথে জড়িত তাদের খুঁজে বের করতে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় অস্ত্র মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটিতে সাংবাদিকতা বিভাগের প্রশিক্ষণ কর্মশালা