বাঁশখালীতে অস্ত্রসহ ৫ সন্ত্রাসী আটক

ছিনিয়ে নেয়ার চেষ্টা, গাড়ি ভাঙচুর, ফাঁকা গুলি

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ১৪ নভেম্বর, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বাংলাদেশ কোস্ট গার্ড অভিযান চালিয়ে অস্ত্রসহ ‘মনসুর বাহিনী’র ৫ জন সন্ত্রাসীকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় অস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও দাচুরি জব্দ করা হয়। আটককৃতরা হলেন, আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেল (২১)। সবাই বাঁশখালী থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ভোর রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইজ চট্টগ্রামের একটি বিশেষ দল বাঁশখালী থানাধীন নতুন বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় একদল সন্ত্রাসী কোস্ট গার্ড দলের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে ও আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জব্দ করা অস্ত্র ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়ামউলহক জানান, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। দেশের উপকূলীয় এলাকায় শান্তি ও নিরাপত্তা রক্ষায় আমরা সর্বদা সচেষ্ট।

পূর্ববর্তী নিবন্ধজাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দুর্বৃত্তের গুলিতে শ্রমিকদল নেতা নিহত