বাঁশখালীতে অস্ত্রসহ ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৮ জানুয়ারি, ২০২২ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী রহমত আলী (৪২) কে একটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার দুপুরে বাঁশখালী থানা পুলিশের এস আই দীপক কুমার সিংহ, এস আই প্রদীপ চক্রবর্তী, এস আই মো. মাসুদ, এ এস আই আব্দুল খালেক, এ এস আই নজরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে। তাকে পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি মওলারপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি এলজিসহ গ্রেপ্তার করে। সে পুঁইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ির কালা মিয়ার পুত্র। গ্রেপ্তারকৃত রহমত আলী জিআর- ২৩/১০ (অস্ত্র মামলা) এর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি থাকলে সে আত্মগোপনে ছিল।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী এলাকায় আসার খবর পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাসহ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধতারেক সোলেমান ছিলেন দক্ষ সংগঠক ও মানবিক মানুষ
পরবর্তী নিবন্ধশিক্ষক কল্যাণ প্রকল্পের চেক বিতরণ