বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাতি মামলার পরোয়ানাভুক্ত আসামি ও সন্ত্রাসী মো. জাহাঙ্গীর (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সরলের পাইরাং এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে সরল ইউনিয়নের পাইরাং জালিয়াঘাটা এলাকার মৃত ফজলুল কাদেরের ছেছে ।
পরবর্তীতে বাড়ির খাটের নিচ থেকে তার দেখানো মতে ২টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ২টি কিরিচ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি মো. কামাল উদ্দিন বলেন, ডাকাত জাহাঙ্গীর দীর্ঘদিন পলাতক ছিল। পরে বাড়িতে আসার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ।










