চট্টগ্রামের বাঁশখালীতে নিয়মবহির্ভূতভাবে ইটভাটা চালানোর অভিযোগে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল থেকে বিকাল পযন্ত বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপুর নেতৃত্বে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ইলশা গ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভাটার চুল্লি গুড়িয়ে দেওয়া হয়।
গুড়িয়ে দেওয়া ইটভাটাগুলো হলো মেসার্স এমবিএম-০১ ব্রিকস (জিগজ্যাগ), মেসার্স এমবিএম-০২ ব্রিকস (জিগজ্যাগ) ও মেসার্স খাজা আজমির ব্রিকস (জিগজ্যাগ)।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা। পর্যায়ক্রমে অবৈধ সব ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হবে জানিয়েছেন এ কর্মকর্তা।