বাঁশখালীর সাগর উপকূলে বঙ্গোপসাগরের মোহনায় শেখেরখীল, গন্ডামারা ও বাহারছড়া সংলগ্ন এলাকায় মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত অভিযানে ‘এফ.বি. হাজী আবদুল জলিল’ নামের একটি বোট ও ১ সেট ট্রলিং গিয়ার জব্দ করা হয়। জব্দকৃত ট্রলিং গিয়ারের মূল্য প্রায় ৯০ লাখ টাকা। একই সঙ্গে বোটে থাকা প্রায় ১২ লাখ টাকার ট্রলিং জাল এবং ২.৮ টন সামুদ্রিক মাছও জব্দ করা হয়।
বাঁশখালী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন জানান, অবৈধ ট্রলিং যন্ত্রাংশ ব্যবহার করে মাছ আহরণের অপরাধে বোট মালিককে ৮ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ও বাজেয়াপ্তকৃত মাছ উন্মুক্ত নিলামে বিক্রি করে ১০ লাখ টাকা আদায় করা হয়েছে। ফলে এক দিনের অভিযানে সরকারি কোষাগারে মোট ১৮ লাখ ৮০ হাজার টাকা জমা পড়েছে। জব্দকৃত ট্রলিং যন্ত্রাংশ জনসম্মুখে খাটখালী এলাকায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।












