বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ৭ লক্ষ টাকা জরিমানা

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ নভেম্বর, ২০২৫ at ৯:৫৩ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর ইউনিয়নের জঙ্গল গুনাগরী পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু ও মাটি কাটায় ৭ লক্ষ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কালীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জঙ্গল গুনাগরী পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ও মাটিকাটার সাথে সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও অবৈধ ভাবে উত্তোলন কৃত বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়। গতকাল সোমবার বালু উত্তোলন কাজে জড়িত থাকার অপরাধে গুনাগরী এলাকার মৃত ছৈয়দ আহমদের পুত্র এস.এম মোরশেদ (৭১) কে ৭ লক্ষ টাকা জরিমানা ও ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেটি মো. ওমর সানি আকন বলেন,কালীপুর ইউনিয়নের গুনাগরী ১ নম্বর ওয়ার্ডের পাহাড়ি ছড়ার স্বাভাবিক গতিপথ রুদ্ধ করে ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় গুণাগরী খাসমহলের এস.এম মোরশেদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান পূর্বক তাৎক্ষণিক আদায় করা হয় এবং ঘটনাস্থল থেকে আনুমানিক ৬০ হাজার ঘনফুট বালু জব্দপূর্বক স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় দেওয়া হয়েছে। জনস্বার্থে ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। সাধারণ জনগণকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড়ি মাটি কাটা থেকে বিরত থাকার আহবান জানান নির্বাহী ম্যাজিস্টেটি ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ৩১ দফার সমর্থনে বিএনপির প্রচারণা ও র‌্যালি
পরবর্তী নিবন্ধজাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্‌রাসার শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জন