বাঁশখালীতে সাঙ্গু নদীর তীরবর্তী গ্রামের পাশ থেকে প্রভাবশালী সিন্ডিকেটরা দলবেঁধে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল বুধবার (৬ নভেম্বর) উপজেলার খানখানাবাদ ইউনিয়নের এলাকাবাসী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে আব্দুস সাত্তোর মোঃ হাসান, মোঃ আবদুল্লাহসহ এলাকারবাসী উল্লেখ করেন, বিগত সরকারের আমলে একটি প্রভাবশালী সিন্ডিকেট সাঙু নদীর তীরবর্তী রায়ছটা ঈশ্বরবাবুরহাট এলাকার গ্রামের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করেন।পরে সরকার পতনের পরপর অন্য একটি সিন্ডিকেটের হাতে সেই অবৈধ বালু উত্তোলনের ফালা বদল হয়।
অবৈধ এ বালু উত্তোলন বন্ধের জন্য স্থানীয় প্রশাসনকে জানালে পরবর্তীতে প্রশাসন গিয়ে হাতেনাতে ধরে জেল জরিমানা করেন। পরে বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবার বালু উত্তোলন করেন। ইতিমধ্যে গ্রামের অনেক বাড়িঘর ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জমি ও বাড়িঘর হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে গেছে। বালু উত্তোলনে বাধা দিলে স্বভাবশালী সিন্ডিকেটরা স্থানীয়দের হত্যার হুমকিসহ নানা ধরনের হুমকি ধামকি প্রদান করেন বলে জানান।