বাঁশখালীতে অপারেশন ডেভিল হান্ট, গ্রেপ্তার ২

বাঁশখালী প্রতিনিধি | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২১ পূর্বাহ্ণ

বাঁশখালী পৌরসভা ও বাহারছড়া ইউনিয়নে অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে নাশকতা মামলার ২ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোর্পদ করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের উত্তর জলদী বণিক পাডার মৃত সতীশ চন্দ্র নমের পুত্র জিকু নম (৩০) ও বাহারছড়া ইউনিয়নের ছাপাছড়ি এলাকার মো. ছাদুর রশিদের পুত্র মো. কায়ছার হামিদ (২৫)

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, চলমান ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসাবে নাশকতা মামলার ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হবে। তাছাড়া নাশকতাকারী ও দাগী অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধ১৮ ফেব্রুয়ারি লালদীঘি ময়দানের সমাবেশ সফল করার আহ্বান
পরবর্তী নিবন্ধচবিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্ক্রিনিং শীর্ষক কর্মশালা