বাঁশখালীতে অপহরণ মামলার আসামি ইয়াবাসহ আটক

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৭ ডিসেম্বর, ২০২০ at ১০:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুঁইছড়ির নাপোড়া এলাকা থেকে ইয়াবাসহ অপহরণ মামলার আসামি মো. ফিরোজকে (৪১) জনতা গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। এসময় পুলিশ তার কাছ থেকে ৫০৯ পিস ইয়াবা উদ্ধার করে। গত শুক্রবার রাতে পুঁইছড়ির নাপোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, স্থানীয়রা মাদকের বিরুদ্ধে মানববন্ধন করলে ক্ষেপে যায় এলাকার মাদক ব্যবসায়ীরা। এরই প্রেক্ষিতে গত ১৯ ডিসেম্বর রাতে নাপোড়া মীর পাড়া এলাকার মীর ইকবাল সিকদারকে অপহরণ করে চাম্বল সোনারখীল চূড়ান্ত মুড়া এলাকায় নিয়ে যায় ফিরোজসহ ৫ মাদক ব্যবসায়ী। ওই দিন গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে মিঠুন কান্তি দে ও আবদুল খালেককে আটক করে এবং মীর ইকবালকে উদ্ধার করে। এ ঘটনায় মীর ইকবাল বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করে। এতে প্রধান আসামি করা হয় ফিরোজকে। এদিকে গত শুক্রবার রাতে ফিরোজ ইয়াবা পাচার করার সময় পুঁইছড়ির নাপোড়া এলাকায় জনতার রোষানলে পড়ে। তারা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে। বর্তমানে সে বাঁশখালী হাসপাতালে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানার এসআই নাজমুল হক জানান, অপহরণ মামলার আসামি ইয়াবাসহ জনতার রোষানলে পড়েছে এই খবরের ভিত্তিতে পুলিশ ফিরোজকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনীতি-আদর্শে অবিচল ছিলেন সাংবাদিক শোয়েব খান
পরবর্তী নিবন্ধ‘মহিউদ্দিন চৌধুরীর রাজনীতি ছিল সৃষ্টিশীল ও সেবাধর্মী’