বাঁশখালীতে অটোরিকশা-মাইক্রো সংঘর্ষে গুরুতর আহত ২

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৮:১২ অপরাহ্ণ

বাঁশখালীর প্রধান সড়কে আবারো সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় মহেষখালীর মাতারবাড়ি এলাকার মো. শাকের (১৯) নামে এক যুবকের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।
আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে বাঁশখালী পৌরসভার অলিমিয়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পেকুয়া বাঁশখালী সড়কের দক্ষিণ দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশা ও অপরদিক থেকে আসা মাইক্রোবাসের সাথে পৌরসভার অলিমিয়ার দোকান এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় সিএনজিচালিত অটোরিকশাতে থাকা যাত্রী মো. শাকেরের পেটে সিএনজির একটি লোহা ঢুকে যায়। স্থানীয় জনগণ তাকে দ্রুত বেসরকারি জলদি আধুনিক হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। এ সময় আহত অপর ব্যক্তিও চিকিৎসা নিয়ে চলে যায়।
বাঁশখালী থানা পুলিশ সিএনজি অটোরিকশা এবং মাইক্রোবাসটি আটক করতে না পারলেও এ ঘটনার ব্যাপারে খোঁজখবর নিয়ে গাড়িগুলো নিশ্চিত হওয়ার চেষ্টা করছে বলে জানান বাঁশখালী থানার এসআই দীপক কুমার সিংহ।
দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিকশা যাত্রীর নাম জানা গেলেও আর বিস্তারিত জানাতে পারেননি গাড়িতে থাকা অপর যাত্রীরা।
বাঁশখালী প্রধান সড়কে প্রতিদিন সংঘটিত হচ্ছে একের পর এক দুঘর্টনা। একদিকে সরু সড়ক অপরদিকে বিশাল বিশাল গাড়ি, সড়কের উপর অবৈধ স্থাপনা এবং বাজার সব মিলিয়ে দুর্বিষহ অবস্থা। তার উপর এ সড়কে চলাচলকারী অধিকাংশ চালক ও গাড়ির নেই কোনো লাইসেন্স।
এটা নিয়ে এলাকার সাধারণ জনগণ প্রশাসনের প্রতি অবৈধ এবং লাইসেন্সবিহীন গাড়ি এবং চালককে জব্দ করার জোর দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধচসিক নির্বাচন হলো ‘অনিয়মের’ একটি মডেল : মাহবুব তালুকদার
পরবর্তী নিবন্ধকক্সবাজারে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন