বাঁশখালীতে অগ্নিকাণ্ড, পুড়েছে ছয় বাড়ি

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ অক্টোবর, ২০২৪ at ৪:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার সময় এই ঘটনা ঘটে। এ সময় নুর আহমেদ ও এমদাদ মিয়া বাড়ি এলাকার দুলা সওদাগরের বাড়িসহ প্রায় ৬টি বাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। প্রত্যক্ষদর্শী মো. এনাম বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে আসার আগেই বাড়ির সব মালামাল পুড়ে যায় বলে সে জানায়। স্থানীয় কলিম উল্লাহ মিজবা বলেন, পূর্ব বড়ঘোনা এমদাদ মিয়া পাড়ায় বুধবার রাত সাড়ে ১০টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ছয়টি ঘর পুড়ে গেছে। এতে পুড়ে যাওয়া ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়। ফলে তারা একেবারে নিঃস্ব হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ সামগ্রী ও বিভিন্ন আসবাবপত্র সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাঁড়াতে বিত্তশালী ব্যক্তি ও সামাজিক সংগঠনগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৩০ উপজেলা ও পৌরসভা পেল ৭ কোটি ৩০ লাখ টাকা
পরবর্তী নিবন্ধঐক্য-সম্প্রীতির এ দেশে বিএনপির মূলমন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ