বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৩ বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২১ জুন, ২০২৪ at ৪:১৩ অপরাহ্ণ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বাড়ির মালামালসহ সব পুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০ লক্ষাধিক বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সরল ইউনিয়নের কাহারঘোনা ৪ নম্বর ওয়ার্ডের লকিয়ার বাপের পুরাতন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার মৌলানা আব্দু রহিম, মৌলানা আব্দুল করিম ও গাড়ি চালক আতিক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার সরল ইউপির কাহারঘোনা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুন লাগে। পরে আগুন লাগার খবরটি বাঁশখালী ফায়ার সার্ভিসকে জানালে দ্রুত বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুননিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে তিনটি বসতঘরের নগত টাকাসজ সর্বস্ব পুড়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাঁশখালী ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধরাসেলস্ ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হই : অধ্যাপক এমএ ফয়েজ
পরবর্তী নিবন্ধওরা যাত্রীদের টিস্যু দিয়ে ঘাম মুছে কেড়ে নিত টাকা, স্মার্ট ফোন