বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:০২ পূর্বাহ্ণ

বাঁশখালীর শেখেরখীল ইউনিয়নের শেখেরখীল সরকার বাজার আশরাফ আলী মার্কেটে অগ্নিকাণ্ডে ৬ দোকান ভস্মীভূত হয়েছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা। গতকাল মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন, ফজল কাদেরের মুদির দোকান, ইসমাইলের মুদির দোকান, নুর হোসেনের হোমিওপ্যাথিকের দোকান, নুরুল কবিরের চায়ের দোকান, মহি উদ্দিনের ফার্মেসি ও একটি সেলুনের দোকান।

প্রত্যক্ষদর্শী ডা. মাহাবুব এলাহী বলেন, আগুনে ছয়টি দোকানের সবকিছুই পুড়ে যায়। বাঁশখালী ফায়ার সার্ভিস খবর পেয়ে যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ইসমাইলের মুদির দোকানে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার নুরুল বাশার বলেন, শেখেরখীল সরকার বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুতই ঘটনাস্থলে যায়। আধা ঘণ্টার মধ্যে পুরো আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ৬টি দোকানের মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপন করা হয়নি বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীর মেখল ইউনিয়নে হুইল চেয়ার ও ভাতা বিতরণ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা