বাঁশখালীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

| সোমবার , ২৬ জানুয়ারি, ২০২৬ at ২:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নে চৌধুরী বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে আটকক্ষ বিশিষ্ট একচালা কাঁচা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

বাঁশখালী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনগণসহ আগুন নিয়ন্ত্রণ আনে বলে বাঁশখালী ফায়ার স্টেশনের অফিসার মিজানুর রহমান জানান।

প্রত্যক্ষদর্শীর তথ্যমতে, সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় নুরু সফা, বদরুজ্জামান, আহমদ ছফা ও মমতাজ উদ্দিনের আটকক্ষ বিশিষ্ট একচালা কাঁচা বসতঘরে আগুন লাগে মাটির চুলা থেকে।

মুহূর্তে আগুন সর্বত্র ছড়িয়ে পডে বসতঘরে সম্পূর্ণ মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির চুল্লি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ অন্তত ৪ লক্ষাধিক টাকা।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সেনা অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজন আটক
পরবর্তী নিবন্ধ‘‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে তোকে মেরে ফেলব’’