বাঁশখালীতে অগ্নিকাণ্ডে গোয়ালঘর ও গবাদি পশু পুড়ে ছাই

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৭ এপ্রিল, ২০২৫ at ১:০০ অপরাহ্ণ

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে গোয়ালঘরসহ ২টি গবাদি পশু পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৬) দিবাগত রাত আনুমানিক ২.৩০টার দিকে খানখানাবাদ ইউনিয়নের খানখানাবাদ ইউনিয়ন ৯নং ওয়ার্ডে আমিনা বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ২.৩০ টার দিকে হঠাৎ করে প্রতিবন্ধী আবদুল মুনাফের গোয়ালঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এবং মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে গোয়ালঘর এবং গোয়াল ঘরে থাকা মালামালসহ দুই গবাদি পশু পুঁড়ে যায়।

ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী আবদুল মুনাফ বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার রাত ১০টা ঘুমিয়ে যায়। রাত ২.২০ টার দিকে স্থানীয়দের চেঁচামেচিতে ঘুম ভাঙলে দেখতে পাই আমাদের গোয়াল ঘর আগুনে পুঁড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি প্রতিবন্ধী হওয়ায় গোয়ালঘরে থাকা গবাদি পশু গুলোকে রক্ষা করা সম্ভব হয়নি। তারপর অনেক চেষ্টা করার পরও আমার শেষ সম্বল গবাদিপশুগুলো পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আসলেও এ সময় গোয়ালঘরসহ গবাদি পশু পুড়ে অন্তত ২–৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিসে থেকে লাগছে তা জানা যায়নি।

খানখানাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম সিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয় এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয় সার্বিক সহযোগিতার জন্য।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ফোর মার্ডার মামলার আসামি তিনভাই গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে র‍্যাবের অভিযানে হত্যা-ধর্ষণসহ ৪ আসামি গ্রেপ্তার