বাঁধে উঠল লাইটার জাহাজ ডুবল পণ্যভর্তি বাল্কহেড

ঘন কুয়াশার দাপট

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

ঘন কুয়াশার কারণে রাতের বেলায় জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। দেশের বিভিন্ন স্থানে কুয়াশার কারণে জাহাজ দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। গতকাল পতেঙ্গার কর্ণফুলী নদীর মোহনার কাছে নেভাল একাডেমির পাশে একটি পণ্যবাহী জাহাজ পাথরের বাঁধের ওপর উঠে যায়। ওই সময় একটি বাল্কহেড পণ্যসহ ডুবে গেছে।

সূত্র জানিয়েছে, গতকাল ভোরের দিকে এমভি আল নামেরা৪ নামের একটি লাইটারেজ জাহাজ পতেঙ্গার কাছে পাথরের বাঁধের ওপর উঠে যায়। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা একেবারে কমে যাওয়ায় মাস্টার জাহাজটিকে চ্যানেল থেকে বাইরে নিয়ে পাথরের বাঁধে তুলে দেন। ওই সময় জাহাজটির পাশে থাকা অপর একটি পণ্য বোঝাই বাল্কহেড পুরোপুরি নদীতে তলিয়ে যায়।

গতকাল বিকেলে জাহাজটিকে উদ্ধার করে বাংলাবাজার এলাকায় নিয়ে আসা হয়েছে উল্লেখ করে বন্দর সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টাগ দিয়ে জাহাজটিকে বাঁধ থেকে নামিয়েছে। ১৫শ’ টন ধারণক্ষমতার জাহাজটিতে ডাল জাতীয় পণ্য রয়েছে। তবে জাহাজটির পণ্যগুলোর কোনো ক্ষতি হয়নি বলে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেল সূত্র জানিয়েছে।

গত কয়েকদিন ধরে কুয়াশার দাপট খুবই বেড়েছে জানিয়ে একটি জাহাজের মাস্টার দৈনিক আজাদীকে বলেন, কুয়াশার জন্য সামনের কিছু দেখা যায় না। এই সময় জাহাজ চালানো থেকে বিরত থাকার জন্যও তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধদি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটির নির্বাচন কাল
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে বিয়ে অনুষ্ঠান থেকে সাবেক ছাত্রলীগ নেতা আটক