বিজয় শব্দটি সব সময়ের জন্যই আনন্দদায়ক। বিজয় শব্দটি শুনলেই খুশি খুশি লাগে। তবে সেটা যদি হয় বাংলাদেশের বিজয় দিবস তাহলে তো বাঁধ ভাঙা আনন্দের অনুভূতির আলোড়ন শুরু হয় হৃদয়ে। ১৯৭১ সালে ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত ৯ মাসের যুদ্ধে লাখ লাখ মানুষ প্রাণ বিসর্জন দেয়।
প্রায় এক কোটি মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নেয়। দখলদার বাহিনী অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেয়। আবার লুটতরাজ করে। মানুষকে নিপীড়ন-নির্যাতন করে। অসংখ্য মানুষকে কারারুদ্ধ করে।
এসবের পরে মজলুম মানুষ যখন জুলুমকারিদের ওপর বিজয় অর্জন করে, তখন সে দিনটি গোটা জাতির জন্য এক বড় ধরনের অর্জন বলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিজয় যেহেতু আমাদের স্বাধীনতা দিয়েছে সুতরাং এ দিনটি চিরকালই বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল হয়ে থাকবে।