বাঁচাতে হবে সিআরবির সবুজ

চবির ১৭তম ব্যাচের মানববন্ধন

| রবিবার , ২৫ জুলাই, ২০২১ at ১১:২৭ পূর্বাহ্ণ

সিআরবির সবুজ বাঁচাও আন্দোলনে যুক্ত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৭তম ব্যাচের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার সকাল ৮টায় সিআরবির শিরীষতলায় তারা এক মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সিআরবি চত্বরের সবুজ বৃক্ষরাজি ধ্বংস করে হাসপাতাল ও অন্যান্য অবকাঠামো নির্মাণের প্রতিবাদ জানান এবং প্রকল্পটি চট্টগ্রামের অন্যত্র সরিয়ে নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বক্তারা বলেন, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা নয়, চট্টগ্রামের বিভিন্নস্তরের মানুষও বিষয়টি সহজভাবে নিচ্ছেন না। একটু সতেজ হতে প্রতিদিন নিয়ম করে অনেকে এখানে আসেন। কোভিড-১৯ সময়কালে কে না জানে অঙিজেন কত প্রয়োজন, আর প্রয়োজন ফুসফুসের সক্ষমতার। তারা মনে করেন, চট্টগ্রামে অনেক জায়গা রয়েছে যেখানে হাসপাতাল নির্মাণ করা যেতে পারে। এমন সুন্দর প্রকৃতির গায়ে আঁচড় কেটে হাসপাতাল নির্মাণের কোনো মানে হয় না।
মানববন্ধনপূর্ব সমাবেশে অংশ নেন পলাশ, সমীর, এমরান, বাদল, আনিস, ইমরান, সাইফুল, বাবলু, রহিম, অশোক, হেলাল, কিরণ, শাহজাহান, নাজনিন, পুরবী, ছন্দা, ইউএসটিসি’র মেডিকেল স্টুডেন্ট মালদ্বীপের হিশাম ও ভারতের মার্গারেট। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে শিশুসহ তিন রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধকরোনা মোকাবেলায় সেন্ট্রাল হটলাইন চালু করুন