আমেরিকাস্থ সেবামুলক সংগঠন বাঁচাও ও ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থার আর্থিক সহযোগিতায় এবং কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালের চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প সম্পন্ন হয়। এতে ১১৫০ জন রোগীর চক্ষু পরীক্ষা ও ৩০৮ জন রোগীর ছানি অপারেশন কার্যক্রম সমপ্রতি বাঁশখালী বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ছাবের আহমদ মাস্টার স্মৃতি সংস্থার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন আমেরিকাস্থ বাচাঁও সংগঠনের পরিচালক এ.এইচ.এম. কুতুব উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সংস্থার ডোনার শামীম আরা কুতুব উদ্দীন, বাঁচাও সংগঠনের এ্যাম্বাডেসর মাইশা সালাউদ্দীন, নোয়াখালী জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন, রোটারিান রফিক আহমদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক মনজুর আলম, চক্ষু শিবির কার্যক্রমের তত্ত্বাবধায়ক বিশ্বজিৎ পাল প্রমুখ।