বাঁচলেন না হুমায়ুন কবির

সাতদিন আগে সিএনজির ধাক্কা

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:১৬ পূর্বাহ্ণ

হাটহাজারীতে এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন হুমায়ুন কবির (৪০)। সাতদিন লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হুমায়ুন মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া নিবাসী ফজলুল হকের পুত্র।

জানা যায়, গত রোববার হাটহাজারীনাজিরহাট মহাসড়কের কালীদাস চৌধুরীহাট প্রকাশ মইগ্যারহাট বাজারে হুমায়ুন কবির পায়ে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরে প্রেরণ করেন। স্বজনরা প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। ব্যক্তি জীবনে তিনি দুই ছেলে ও এক কন্যা সন্তানের পিতা।

সমবায় কর্মকর্তা নিকটাত্মীয় মোচ্ছাম্মৎ শারমিন আকতার জানান, তার মৃত্যুর খবরে পরিবার ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

পূর্ববর্তী নিবন্ধওয়ান ব্যাংক ও সিটি কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধঢাকার বাইপাইলে ইসলামী ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির যাত্রা