বাঁচবে অনেক শিশুর প্রাণ

চমেক হাসপাতাল নবজাতক সার্জারি ওয়ার্ডের আধুনিকায়নে লায়ন্স ক্লাব চিটাগং মেট্রোপলিটন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ ডিসেম্বর, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

সামনে বেশ কয়েকজন নবজাতক। জটিল কিছু সমস্যা নিয়ে এদের জন্ম। শিশুদের পাশে দাঁড়িয়ে আছেন তাদের অসহায় মা। পর্যবেক্ষণে আছেন কয়েকজন অভিজ্ঞ চিকিৎসক। সবাই উৎকণ্ঠিত। শিশুগুলোর ভবিষ্যৎ কেমন হবে? কীভাবে ওরা বাঁচবে? আধুনিক যন্ত্রপাতির সংকটে ওদের বাঁচানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

এমন পরিস্থিতির কথা জানালেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নবজাতক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান লায়ন প্রফেসর ডা. খুরশিদ আলম সরওয়ার। তার কথা নাড়া দেয় লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের সদস্যদের। এগিয়ে এলেন তারা।

প্রফেসর ডা. খুরশিদ আলম সরওয়ারের তত্ত্বাবধানে স্বল্প সময়ে প্রায় ৭ লাখ টাকা ব্যয়ে চমেক হাসপাতাল নবজাতক সার্জারি ওয়ার্ডে বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হয়। গতকাল সকাল ১১টায় লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটনের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। ক্লাব প্রেসিডেন্ট লায়ন বিজয় শেখর দাশের সভাপতিত্বে নবজাতক সার্জারি ওয়ার্ডের আধুনিকায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. শাহেনারা আকতার ও উপ-পরিচালক ডা. অং সুই প্রু মারমা।

উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারি লায়ন হাসান মাহমুদ, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন এস এম আবু তৈয়ব, সিনিয়র গভর্নর অ্যাডভাইজর লায়ন মাহবুবুল হক খান, জিএসটি কো-অর্ডিনেটর লায়ন জাহাঙ্গীর মিঞা, রিজিয়ন চেয়ারপার্সন (১) লায়ন হুমায়ুন কবির, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মির্জা জাহিদ হোসাইন, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মুহাম্মদ সাইফুল ইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন মোর্শেদুল হক চৌধুরী, লায়ন ফজলে করিম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন আকলিমা আখতার, লায়ন মাহমুদা করিম, লায়ন আরফান আলী, লায়ন আলমগীর হোসাইন ও লিও ইসমাঈল আলভী।

পূর্ববর্তী নিবন্ধরাতের আঁধারে এতগুলো লাউ গাছ কাটলো কে?
পরবর্তী নিবন্ধগণসমাবেশ সফল করে সাধারণ মানুষ সরকারকে লাল কার্ড দেখিয়েছে